কেন জানি না বোধ করলাম আমার পরিচিত যে সমস্ত মানুষের লাইফস্টাইলে জীবনকে ক্রিটিকালি দেখবার প্রবণতা রয়েছে মনে করি, এবং পড়াশোনার অভ্যাসযুক্ত তাদের থেকে ১১টা বইয়ের তথ্য নিব যেগুলো তাদের প্রভাবিত এবং/ অথবা ইমপ্রেস করেছে।

শুরুতে পরিকল্পনা ছিল ১১ জনের থেকে তালিকা নিব, চিন্তায় পরিমার্জনা আনলাম, বই সংখ্যা হবে ১২৭টি, রিসোর্সফুল মানুষ যতজন ইচ্ছা হোক। তাতে ১২৭ বইয়ের বাছাইয়ে কমপ্যাক্টনেস বাড়বে।

সংখ্যাটা ১২৭ কেন ব্যাখ্যা করি।
প্রথমত, এটি মৌলিক সংখ্যা, এবং এর গঠন প্রণালী রোমান্টিক; 2^7-1=127, অর্থাৎ এই সংখ্যার ডিজিটগুলো দিয়েই একে নির্মাণ করা যায়।

দ্বিতীয়ত, আমাকে বিভিন্ন সময়ে প্রভাবিত করা ৮৯ জন মানুষের আয়ুষ্কাল পর্যালোচনা করে পেলাম তাদের ৭০% বেঁচেছিলেন ৫৫ থেকে ৬২ বয়স পর্যন্ত। ১২৭ কে অর্ধেক করলে পাই ৬৩.৫ অর্থাৎ ১ অবশিষ্ট থাকে। তাই বইকে যদি ফিকশন এবং নন-ফিকশন শ্রেণিকরণ করি, কোনো একটার সংখ্যা ১ বেশি হবে। আমি ফিকশন আর ননফিকশন লেয়ার ভেঙ্গে লিখবার চেষ্টা করি। আমার লেখার কম্পোজিশনাল প্রকৃতি ৩০% ফিকশন, ৭০% ননফিকশন। তাই বইয়ের সংখ্যা নির্ধারণে ননফিকশন ১টা বেশি।

চিন্তা বাস্তবায়নে নেমে আবিষ্কার করলাম আমার প্রার্থিত শ্রেণিতে মানুষের সংখ্যা ৭১ এর অধিক। তাতে আনন্দ বাড়লো। ৮০০ এর কাছাকাছি নমুনা থেকে ১২৭টি বেছে নিলে সেখানো কোয়ালিটির তীব্রতা বাড়বে।

ইনফ্লুয়েন্স এবং/অথবা ইমপ্রেস শর্তের অধীনে শেষ পর্যন্ত ১২৭ বইয়ের যে চূড়ান্ত তালিকা করলাম, তাতে বাংলা ভাষায় লেখা বইয়ের সংখ্যা মাত্র ২৭, যা মোট সংখ্যার মাত্র ২০%, অর্থাৎ সমকালীন বাংলাদেশে যারা চিন্তায় এবং লাইফস্টাইলে ব্যতিক্রমী কিংবা গ্রোথ মানসিকতার তাদের মনোদার্শনিকতায় বাংলা সাহিত্যের প্রভাব নির্বিঘ্নে উপেক্ষণীয়।

বাংলা সাহিত্য কেন ইনফ্লুয়েন্স বা ইমপ্রেস করার ক্ষেত্রে এতখানি পিছিয়ে, এর অন্যতম কারণ মনে হয় আমাদের লেখকেরা সাহিত্যের আদলে লিখেন সাংবাদিক প্রতিবেদন অথবা চাকরি প্রমোশনের উদ্দেশ্যে রেফারেন্সসর্বস্ব অভিসন্দর্ভ। এগুলোতে চিন্তার উপকরণ সামান্য। চানাচুর মনে করে খেতে ভালো লাগে, মনে রেখাপাত করে না।
আরেকটা বড় কারণ সম্ভবত রোমান্টিক জনরায় একই ধাঁচে প্রচুর পরিমাণে তরল প্রকৃতির লেখালিখি করা। রোমান্টিকতার কত রকম ডাইমেনশন হতে পারে সে সংক্রান্ত কাজ খুবই কম। ফলে এক বই থেকে অন্যটাকে আলাদা করতে হয় কেবল নামে!

এনার্জির কী বিপুল অপচয়!

বইয়ের তালিকা নেয়ার ক্ষেত্রে বয়সের সীমানা নির্ধারণ করেছিলাম ২৭ বা তদুর্ধ্ব। ফলে অনুর্ধ্ব ২৭ অনেক পড়ুয়াকে চেনা সত্ত্বেও তারা বিবেচনার বাইরে ছিলেন।

আমি প্রচণ্ড সাহসিকতার সঙ্গেই বিশ্বাস করি বই পড়ার মূল উপযোগ উপলব্ধি এবং অন্তর্দৃষ্টি তৈরি করা, যেখান থেকে মানুষ প্রশ্ন করতে শিখবে। সময় কাটানো, বিনোদন, আনন্দ প্রভৃতি ক্রাইটেরিয়াগুলো পূরণের জন্য বইয়ের চাইতে অনেক আকর্ষণীয় এবং ইফেক্টিভ অজস্র মাধ্যম চলে এসেছে। ফলে ইন্টারনেট এবং স্যাটেলাইট পূর্ব যুগের লেখকদের বড় অংশই এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়তে বাধ্য। কিন্তু উপলব্ধি-অন্তর্দৃষ্টি বা ক্রিটিকালি ইনভলভমেন্টের যে মাধ্যম সেখানে বই এখনো অন্যদের চাইতে স্বকীয় এবং শক্তিশালী।

১০০ টা তরল প্রকৃতির বইয়ের চাইতে ৩টা মননশীল ফিকশন/নন-ফিকশন পড়া সামগ্রীকভাবে অধিক ইমপ্যাক্টফুল।

বহু ক্রসচেকিংয়ের পরে চূড়ান্ত ১২৭ তালিকা প্রকাশ করা হলো। যারা আমার আহবানে সাড়া দিয়ে নিজেদের ইনফ্লুয়েন্স বা ইমপ্রেস করা বইয়ের তালিকা দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা অনিঃশেষ।

ক্যাটেগরি: ফিকশন
১. The Trial – Franz Kafka
২. The Brothers Karamazov- Fyodor Dostoevsky
৩. পুতুল নাচের ইতিকথা – মানিক বন্দোপাধ্য়ায়
৪. All Quiet on the Western Front – Erich Maria Remarque
৫. দ্য গ্যাম্বলার – ফিওদর দস্তয়ভস্কি
৬. ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলটিচ্যুড – গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
৭. আউটসাইডার – আলবেয়ার কাম্যু
৮. পূর্ব পশ্চিম- সুনীল গঙ্গোপাধ্যায়
৯. দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং- মিলান কুন্ডেরা
১০.ইস্তাম্বুল-ওরহান পামুক
১১.Norwegian Wood- Haruki Murakami
১২. ক্রাইম এন্ড পানিশমেন্ট- দস্তভয়স্কি
১৩. বনফুলের ছোটগল্প
১৪. ১৯৮৪- জর্জ অরওয়েল
১৫. গডফাদার- মারিও পুজো
১৬. ইলেভেন মিনিটস- পাওলো কোয়েলহো
১৭. সোফির জগত- ইয়স্তেন গার্ডার
১৮. আরণ্য|ক- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
১৯. গোরা- রবীন্দ্রনাথ ঠাকুর
২০. লালসালু-সৈয়দ ওয়ালীউল্লাহ
২১. “The Book Thief” — Markus Zusak
২২.ফাউন্ডেশন- আইজ্যাক অসিমভ
২৩. জীবন ও রাজনৈতিক বাস্তবতা- শহীদুল জহির
২৪. দিবারাত্রির কাব্য- মানিক বন্দোপাধ্যায়
২৫. হোয়াইট নয়েজ— জন ডেলিলো
২৬. দন কিহোতে— মিগুয়েল দে সেরভান্তেস
২৭. আ কনফেডারেসি অব ডুন্সেস–— জন কেনেডি টুল
২৮. লা মিজারেবল – ভিক্টর হুগো
২৯. pan- Knut hamsun
৩০. ডিভাইন কমেডি- দান্তে
৩১. গিলগামেশ- (অজ্ঞাত)
৩২. সিদ্ধার্থ- হারমান হেস
৩৩. ঈদিপাস- সফোক্লিস
৩৪.ইলিয়াড- হোমার
৩৫. ফাউস্ট- ভন গ্যেটে
৩৬. Prometheus Bound by Aeschylus
৩৭. মেঠো ইঁদুরের মতো মানুষদের গল্প- জন স্টেইনবেক
৩৮. লোটাকম্বল, সঞ্জীব চট্টোপাধ্যায়
৩৯. মহাপতঙ্গ- আবু ইসহাক
৪০. ফুড কনফারেন্স- আবুল মনসুর আহমেদ
৪১. সেই সময়- সুনীল গঙ্গোপাধ্যায়
৪২. মেঘনাদবধ কাব্য- মাইকেল মধুসূদন দত্ত
৪৩. রাধা-কৃষ্ণ, সুনীল গঙ্গোপাধ্যায়
৪৪. কাফকা অন দ্য শোর – হারুকি মুরাকামি
৪৫. এনিমেল ফার্ম – জর্জ অরওয়েল
৪৬. A Portrait of the Artist as a Young Man- James Joyce
৪৭. A passage to India- E M Forster
৪৮. কমলাকান্তের জবানবন্দী- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪৯. The Three-Body Problem – Liu Cixin
৫০. রাইকমল – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৫১. মিডনাইট’স চিলড্রেন- সালমান রুশদী
৫২. খোয়াবনামা- আখতারুজ্জামান ইলিয়াস
৫৩. The Raven- এডগার এলান পো
৫৪. থিংস ফল অ্যাপার্ট- চিনুয়া আচেবে
৫৫. অন্ধত্ব- হোসে সারামাগো
৫৬. Labyrinths- জর্জ লুই বোর্হেস
৫৭. (আমার ছেলেবেলা+পৃথিবীর পথে+পৃথিবীর পাঠশালায়)- ম্যাক্সিম গোর্কী
৫৮. টু হ্যাভ এন্ড হ্যাভ নট- আর্নেস্ট হেমিংওয়ে
৫৯. ধূসর পাণ্ডুলিপি- জীবনানন্দ দাশ
৬০. আন্না কারেনিনা- লিও টলস্টয়
৬১. গল্পসমগ্র- আন্তন চেখভ
৬২. Virgin Soil- ইভান তুর্গেনেভ
৬৩. Miss Harriet- মোপাসো

ক্যাটেগরি: নন ফিকশন
১. Theory of Games and Economic Behavior – John von Neumann
২. Stalin: Paradoxes of Power, 1878–1928 and Stalin: Waiting for Hitler, 1929–1941 by Stephen Kotkin
৩. Debt: The First 5000 Years by David Graeber
৪. Sex, Scotch and Scholarship- Khushwant Singh (Autobiography)
৫.Azadi: Freedom, Fascism, Fiction- Arundhati Roy
৬. How the world really works- Viclav Smil
৭.Can the Subaltern Speak? (Gayatri Spivak)
৮. দ্য মিথ অব সিসিয়াস- আলবেয়ার ক্যামু
৯. Costs of Connection (Couldry and Meijas)
১০. লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার- জওহরলাল নেহেরু
১১. দ্য আর্ট অব ওয়ার: সান জু
১২. দ্য হিউম্যান জু- ডেসমন্ড মরিস
১৩. কমিউনিস্ট পার্টির ইশতেহার – কার্ল মার্ক্স
১৪. What is called thinking?— Martin Heidegger
১৫. Formations of the Secular—Talal Asad
১৬. Philosophical Investigations—Ludwig Wittgenstein
১৭. ভবঘুরে শাস্ত্র- রাহুল সাংকৃত্যায়ন
১৮. Understanding Power— Noam Chomsky
১৯. Manufacturing Consent: The Political Economy of the Mass Media,—- Noam Chomosky
২০. বিশ্ববিদ্যালয় উদ্ভব, বিকাশ ও বিউপনিবেশায়ন— সৈয়দ নিজার
২১. The Order of Things: An Archaeology of the Human Sciences—- Michel Foucault
২২. পরার্থপরতার অর্থনীতি— আকবর আলী খান
২৩. বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস- আহমদ ছফা
২৪. Mind, Self and Society – George Herbert Mead
২৫. দ্য বুক অব লাইফ— জিদ্দু কৃষ্ণমূর্তি
২৬. বিয়ন্ড গুড এন্ড ইভল— ফ্রিডরিখ নিটশে
২৭. the double helix- james d. Watson
২৮. capital and ideology- Thomas piketty
২৯. why nations fail- Daron Acemoglu and James Robinson
৩০. globalization & it’s discounts- Joseph Stiglitz
৩১. Aryan Sun-myths the Origin of Religions-Sarah Elizabeth Titcomb
৩২. Equilibration of Cognitive Structures: The Central Problem of Intellectual Development- Jean Piage
৩৩. জরাথ্রুস্ট বললেন – Friedrich Nietzsche
৩৪. The Theological Origins of Modernity— Michael Allen Gillespie
৩৫. রাব্বানি দৃষ্টিতে— আবুল হাশিম
৩৬. প্রবন্ধ সমগ্র– রবীন্দ্রনাথ ঠাকুর
৩৭. নাম্বারস- তোবিয়াস দান্তজিগ
৩৮. ড্রিমস অফ আ ফাইনাল থিওরি- স্টিভেন ওয়েনবার্গ
৩৯. দ্য আসেন্ট অফ ম্যান— জ্যাকব ব্রনোওস্কি
৪০. প্লেটোর সংলাপ, সরদার ফজলুল করিম
৪১. গানস, জার্মস অ্যান্ড স্টিল– জ্যারেড ডায়মন্ড
৪২. মেজর থিমস অফ দ্য কোরান– ফজলুর রহমান
৪৩. বাঙালির চিন্তাচেতনার বিবর্তনধারা, আহমদ শরীফ
৪৪. হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, বার্ট্রান্ড রাসেল
৪৫. মার্জিনে মন্তব্য- সৈয়দ শামসুল হক
৪৬. ব্রাত্য লোকায়ত লালন– সুধীর চক্রবর্তী।
৪৭. ব্লাইন্ড ওয়াচমেকার, রিচার্ড ডকিন্স
৪৮. স্যাপিয়েন্স – ইউভাল নোয়াহ হারিরি
৪৯. ক্রিটিক অফ পিওর রিজন – এমানুয়েল কান্ট
৫০. আত্মঘাতী বাঙালী- নীরদচন্দ্র চৌধুরী
৫১.বাঙালী জীবনে রমনী- নীরদচন্দ্র চৌধুরি
৫২. দ্য কনফেশনস- জ্যাক রুশো
৫৩. Being and Nothingness- জ্য পল সার্ত্র
৫৪. ফিলোসফিকাল ডিকশনারি- ভলতেয়ার
৫৫. Incerto (Fooled by Randomness, The Black Swan, The Bed of Procrustes, Antifragile, Skin in the Game) by Nasim Nicholas Taleb
৫৬. A Monetary History of the United States by Milton Friedman
৫৭. ওরিয়েন্টালিজম- এডওয়ার্ড সাঈদ
৫৮. History of Sexuality- মিশেল ফুকো
৫৯. The Passions of the Soul- রনে দেকার্ত
৬০. Discourse on the Method- রনে দেকার্ত
৬১. দ্য হান্ড্রেডস- মাইকেল এইচ হার্ট
৬২. Politics of Friendship- জ্যাক দেরিদা
৬৩. The Seducer’s Diary- সোরেন কিয়ের্কেগার্দ
৬৪. Selections from the Prison- আন্তনিও গ্রামসি