বিভিন্ন বিখ্যাত বাঙালির পারসোনালিটি ম্যাপিং
গতকাল যূহের নামের এক তরুণ ইনবক্সে জানতে চাইছিল অমুক পারসোনালিটি ট্রেইটের বিখ্যাত বাঙালি কারা। এভাবে প্রায় ৪-৫টা পারসোনালিটি ট্রেইটে বিখ্যাত বাঙালি বসানোর পরে বোধ করি ১৬টি MBTI পারসোনালিটিতেই বিভিন্ন বিখ্যাত বাঙালিকে ফিট করার চেষ্টা করে দেখা যেতে পারে। অবশ্য এখানে উল্লিখিত পারসোনালিটি ট্রেইট প্রমাণিত সত্য নয়, ব্যক্তিগত পর্যবেক্ষণের ভিত্তিতে অনুমানমাত্র।
যেহেতু MBTI সম্বন্ধে অনেকেরই ধারণা স্পষ্ট নয়, নিম্নলিখিত কোডগুলো লিখে গুগলে সার্চ দিলে বিস্তারিত জানা যাবে
১. ENFP- এ.কে. ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, কাজী নজরুল ইসলাম, আজম খান, আইয়ুব বাচ্চু, মাশরাফি বিন মোর্তজা, মোহাম্মদ আশরাফুল, উত্তম কুমার, ইমদাদুল হক মিলন, তোফায়েল আহমেদ,জসিম
২. ENTP- মুহাম্মদ ইউনুস, আহমদ ছফা, সৌরভ গাঙ্গুলী, আসিফ আকবর, সঞ্জীব চৌধুরী, হানিফ সংকেত, আব্দুল্লাহ আবু সাইয়ীদ, সুভাষ বোস,
৩. ENTJ- শেখ হাসিনা, মতিউর রহমান, বেগম রোকেয়া, জাফরউল্লাহ চৌধুরী, সুবর্ণা মোস্তফা
৪. INFJ- সত্যজিত রায়, জহির রায়হান,রুনা লায়লা
৫. INTP-মাইকেল মধুসূদন দত্ত, এস এম সুলতান, হুমায়ূন আহমেদ, জেমস, সাকিব আল হাসান, উৎপল শুভ্র, মোস্তফা সারোয়ার ফারুকী, এরশাদ শিকদার, কবির সুমন, ঋত্বিক ঘটক, লালন শাহ
৬. INFP- জীবনানন্দ দাস, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, হুমায়ুন ফরিদি, জাফর ইকবাল, সালমান শাহ, শিলাজিত,বারী সিদ্দিকী,শাহ আব্দুল করিম, হাসন রাজা
৭. ISFP- শামসুর রাহমান, তামিম ইকবাল, শহীদুল জহির, সুনীল গাঙ্গুলি, শ্রীজিত মুখার্জি, আনিসুল হক, জয়নুল আবেদিন
৮.INTJ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাজউদ্দিন আহমেদ, হুমায়ূন আজাদ, আহমদ শরীফ, জিয়াউর রহমান, অমর্ত্য সেন, সুচিত্রা সেন, আবুল মাল আব্দুল মুহিত, সুকান্ত ভট্টাচার্য, তৌকির আহমেদ
৯. ESFP- আব্দুল হামিদ খান ভাসানী, আখতারুজ্জামান ইলিয়াস, মান্না, সৌমিত্র চ্যাটার্জি,মির্জা ফখরুল, সৈয়দ আব্দুল হাদী, কুমার বিশ্বজিত, আফজাল হোসেন, আসাদুজ্জামান নূর
১০.ESTP- হুসেইন মোহাম্মদ এরশাদ, মিঠুন চক্রবর্তী, শাবানা, তারেক জিয়া, ডিপজল,, জাহিদ হাসান
১১. ISTP- নাজমুল হাসান পাপন, শাকিব খান, খালেদা জিয়া, তসলিমা নাসরিন, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, নাসরিন জাহান, অঞ্জন দত্ত, সজিব ওয়াজেদ জয়, ববিতা
১২. ISFJ- মুশফিকুর রহিম, খন্দকার মোশতাক, সুবীর নন্দী
১৩. ENFJ- রবীন্দ্রনাথ ঠাকুর, অপর্ণা সেন, জাহানারা ইমাম, সুফিয়া কামাল,
১৪.ISTJ- আকবর আলী খান, সলিমুল্লাহ খান,
১৫.ESTJ- ওবায়দুল কাদের, মান্নান ভূইয়া
১৬. ESFJ- শফিক রেহমান
আপাতত আর নাম মনে পড়ছে না। মন্তব্যের ভিত্তিতে আরো নাম আপডেট করা হবে।