গতকাল মনে হলো একটা চিন্তাদিবস ঘোষণা করা উচিত, প্রতিবছর যেদিন ১১ জন মানুষকে তাদের পছন্দের বই উপহার দিবো। সেই ভাবনা থেকে ১৭ই জানুয়ারি দিনটিকে বাছাই করেছি। ডিসেম্বর থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত একটি সুনির্দিষ্ট বিষয়ে মানুষ নিবন্ধ লিখবে, সেখান থেকে যাদের চিন্তা ব্যতিক্রমী মনে হবে তাদের বই উপহার দেবো। চিন্তার অভিনবত্ব ভেদে বইয়ের পরিমাণে তারতম্য ঘটবে।
এবছরের থিম নির্বাচন করেছি ‘এপ্রিসিয়েশনের লোভ, হৃদযন্ত্রের ক্ষোভ’- শব্দসংখ্যার কোনো লিমিট নেই, চিন্তাকে বাউন্ডারিবদ্ধ করা সমীচীন হবে না। লেখা ইমেইল করতে হবে himalay777@gmail.comএ। নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৭ ই জানুয়ারি।
হাত, পা, মুখাবয়বে মানুষ নয়, মানুষ আসলে তার চিন্তাপ্রক্রিয়ার রিফ্লেকশন। চিন্তা দিয়েই কানেক্টেড হোক মহাচিন্তা।
চলুন চিন্তায় চলি, কল্পনায় বাঁচি